সরকারি নীতির বিরুদ্ধে এস.বি.আই অফিসার্সদের সাধারণ সভা অনুষ্ঠিত শিলিগুড়িতে
আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৬ই ডিসেম্বর, ২০১৮: আজ শিলিগুড়িতে অবস্থিত সেভক রোডের উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে অনুষ্ঠিত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভা। এই সভার মূল বিষয় ছিল ‘একত্রীকরণ বন্ধ, পাবলিক সেক্টার বাঁচাও, ভারত বাঁচাও’। আজকের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন – পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক শ্রী সৌম্য দত্ত। চিফ গেস্ট হিসেবে ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – শিলিগুড়ি জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার শ্রী সতিশ রাও। এছারাও ছিলেন শ্রী সবুজ মিস্ত্রি, শ্রী শুভজ্যোতি চ্যাটার্জি প্রমুখ।
এর বাইরেও শিলিগুড়ি ও সিক্কিমের থেকে স্টেট ব্যঙ্কের অন্তত ৭০০ জন অফিসার উপস্থিত ছিল এই সাধারণ সভায়। সভায় মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সরকারের বিভিন্ন আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং জাগরণ গড়ে তোলা। এছারাও আলোচনা হয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখি প্রকল্প রুপায়নের ফলে ব্যাংকের আধিকারিকদের তৎপরতার সঙ্গে দিন রাত কাজ করবার পরেও তাদের প্রতি সরকারের বিমাতৃসুলভ নীতি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এর বাইরে ব্যাঙ্কিং পদ্ধতি ছড়িয়ে দেওয়ার নামে সরকার বিভিন্ন প্রাইভেট সংস্থা কে তথাকথিত ব্যাঙ্কিং পদ্ধতির বেশকিছু কাজ তুলে দিচ্ছে যেমন পেমেন্টস ব্যাঙ্ক, বিদেশি ব্যঙ্কে কে লাইসেন্স দেওয়া ইত্যাদি। মনে করা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনের আগে এই সাধারণ সভা ব্যাঙ্ক কর্মীদের কাছে এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
ছবি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন