জলপাইগুড়ি ক্রিকেট লীগে আসাম মোড় ৮২ রানে হারাল ইয়ং কালচারাল ক্লাবকে
প্রনব দাস (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৩০শে নভেম্বর, ২০১৮: জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ জেলা ক্রিকেট লীগ ম্যাচে আজ পরস্পর মুখোমুখি হয়েছিল জলপাইগুড়ি ইয়ং কালচারাল ক্লাব এবং জলপাইগুড়ির আসাম মোড় রিক্রিয়েশন ক্লাব। প্রথমে টসে জিতে জলপাইগুড়ির আসাম মোড় রিক্রিয়েশন ক্লাব ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা ৩২.৫ ওভারে ২০৫ রানে অল আউট হয়ে যায়। জলপাইগুড়ির আসাম মোড় রিক্রিয়েশন ক্লাবের হয়ে উল্লেখযোগ্য রান করে মনিষ চন্দ্র (৬১) এবং তপন রায় (৩০)। জলপাইগুড়ি ইয়ং কালচারাল ক্লাবের হয়ে ২টি করে উইকেট নেয় নীতিশ দত্ত, কৌশিক রায়, অঙ্কিত দে এবং সুকুমার রায়। জবাবে জলপাইগুড়ি ইয়ং কালচারাল ক্লাব ব্যাট করতে নেমে মাত্র ১৮.২ ওভারে ১২২ রাক করে অল আউট হয়ে যায়। জলপাইগুড়ি ইয়ং কালচারাল ক্লাবের হয়ে হয়ে ভালো ব্যাট করেন নীতিশ দত্ত। সে ২৫ বলে মোট ৬৮ রান করে এবং ৮টি ছয় মারে। এবং সুশোভন দাস (৩৪)। অন্যদিকে জলপাইগুড়ির আসাম মোড় রিক্রিয়েশন ক্লাবের হয়ে ৩টি করে উইকেট দখল করে বিভাস রায় এবং রাজেশ ওরাও। এই ম্যাচটি জলপাইগুড়ি আসাম মোড় রিক্রিয়েশন ক্লাব ৮২ রানে জয়লাভ করে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)