ফালাকাটা সুপার স্পেশালিটিতে আন্ত বিভাগের উদ্বোদন
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) | টি.এন.আই শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৬শে নভেম্বর ২০১৮: ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতলে ১০০ + ১ শয্যা বিশিষ্ট আন্ত বিভাগের উদ্বোধন করেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অনিল অধিকারী। উপস্তিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক পানম শর্মা, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুরেশ লালা, সুপার ড: চন্দন ঘোষ, আলিপুরদুয়ার এর কর্মাধক্ষ শ্রী সন্তোষ বর্মণ, শ্রীমতি শেফালী নট্ট প্রমুখ। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতলে ১০০ + ১ শয্যার মধ্যে ১৮ শয্যার পুরুষ বিভাগ, ১৮ শয্যার মহিলা বিভাগ, ১৫ শয্যার শিশু বিভাগ ও ৫০ শয্যার প্রসূতি বিভাগ। ফিতা কেটে প্রসূতি বিভাগের উদ্বোধন করে প্রবেশ করলেন সরলা বিশ্বাস। এখানে বর্তমানে রয়েছেন ১৬ জন ডাক্তার ও ৬২ জন নার্স। প্রসূতি বিভাগের অস্ত্র প্রচার এখন থেকে এখানেই হবে। আগামী তিন মাসের মধ্যে আর ২০০ শয্যা যুক্ত হয়ে মোট ৩০০ শয্যা চালু হবে, সেইসাথে ব্লাড ব্যাঙ্ক ও ডায়ালাইসিস বিভাগ এবং পুলিশ বুথ চালু হবে বলে অনুষ্ঠান জানান অতিথিরা। বহু দিন আগেই চালু হয়েছে বহির বিভাগ। এর আগে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতলে শুভ উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জী।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)