ফালাকাটায় অনুষ্ঠিত হল উন্নয়ন পর্ষদের প্রশাসনিক বৈঠক
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২২শে নভেম্বর, ২০১৮: চারটি জেলার জেলা শাসক ও চারটি উন্নয়ন বোর্ডের প্রশাসনিক বৈঠক হলো ফালাকাটা বিডিও অফিসের কনফারেন্স রুমে। এই বৈঠকে উপস্তিত ছিলেন বিসিডাবলু এন্ড ট্রাইবাল ডেভলপমেন্টের প্রিন্সিপল সেক্রেটারি এস. থাডে, আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল, জলপাইগুড়ির জেলাশাসকশিল্পা গৌরী শারিয়া, কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা, দার্জিলিংয়ের এডিএম (জি) এবং চারটি উন্নয়ন পর্ষদ, তারই ডুয়ার্স শিলিগুড়ি ডেভলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড (গোর্খা কমিউনিটি) এর চেয়ারম্যন মোহন শর্মা ও সন্দীপ ছেত্রি, ওয়েষ্ট বেঙ্গল নমশুদ্র ডেভলপমেন্ট বোর্ড এর চেয়ারম্যন মুকুল বৈরাগ্য, ওয়েষ্ট বেঙ্গল রাজবংশী ডেভলপমেন্ট বোর্ড এর ভাইস চেয়ারম্যন কুমার সুপ্রিয় নারায়ণ ও গিরিজা শেখর রায়, ওয়েষ্ট বেঙ্গল আদিবাসী এন্ড কালচারাল ডেভলপমেন্ট বোর্ড, এর চেয়ারম্যন বির্সা তীর্কী। এই চারটি বোর্ডের জন্য ১০ কোটি টাকা করে মোট ৪০ কোটি টাকা বরাদ্ধ হয়েছে বরাদ্ধ হয়েছে। এর জন্য প্রতিটি বোর্ডের চেয়ারম্যনদের বলা হয়েছে দ্রুত ভেটিং করিয়ে প্রপোজাল পাঠিয়ে উন্নয়নমূলক কাজ শুরু করে দিতে। বিসিডাবলু এন্ড ট্রাইবাল ডেভলপমেন্টের প্রিন্সিপল সেক্রেটারি এস থাডে জানান, সবদিক থেকে ফালাকাটার পরিকাঠামো খুব ভালো ও মিডিল পয়েন্টে পরে। এখানে সকলের সুবিধা এর জন্য ফালাকাটা কে বেছে নেওয়া হয়েছে। আজ এই চারটি বোর্ডের কর্তাদের নিয়ে চার জেলার জেলা শাসকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করা হলো।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)