ইসলামপুরের দারিভিটকাণ্ডে ভারতীয় মানব অধিকার সংরক্ষণ সংঘের ধরনা
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৩রা নভেম্বর, ২০১৮: দারিভিটকাণ্ডে নিহত দুই ছাত্রের মৃত্যুস্থল থেকেই তাদের পরিবারকে সুবিচার পাইয়ে দিতে লাগাতার আন্দোলনে ধরনা অবস্থান শুরু করল ভারতীয় মানব অধিকার সংরক্ষণ সংঘ। শনিবার দাড়িভিটের বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কের ধারে পোস্টার ব্যানার লাগিয়ে নিহত রাজেশ ও তাপসের খুনিদের কঠোর শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ। ইতিপূর্বে সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সংগীতা চক্রবর্তীর নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দল দাড়িভিটের ঘটনায় নিহত দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মন এর পরিবারের সাথে দেখা করেন। পাশাপাশি দাড়িভিটের ঘটনায় আহত বিপ্লব সরকার ও বাচ্চু শিকদারের সাথে দেখা করেন এই প্রতিনিধি দল। ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি সন্তোষ রায় বলেন, নিহত দুই ছাত্রের খুনিদের যতক্ষণ পর্যন্ত কঠোর শাস্তি প্রদান না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)