শিলিগুড়িতে প্রকাশ্যেই বিজেপি সভাপতির মোবাইল ছিনতাইয়ের চেষ্টা
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২রা নভেম্বর, ২০১৮: গত রাতে অর্থাৎ ১লা নভেম্বর, বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরীর মোবাইল ছিনতাই করার চেষ্টা হয়েছিল।বৃহস্পতিবার রাত্রে আশ্রমপাড়ার রামকৃষ্ণ রোডে যখন অভিজিৎ বাবু তাঁর গাড়ি থেকে নেমে নিজের বাড়িতে ঢুকতে যাচ্ছিলেন তখন হঠাৎই দ্রুতগতিতে মোটরবাইকে চাপা দুই যুবকের মধ্যে পেছনে বসা যুবকটি অভিজিৎ বাবুর হাত থেকে মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। যদিও অভিজিৎ বাবুর সদর্থক তৎপরতায় গোটা পরিকল্পনা পন্ড হয়ে যায়। ফলপ্রসূ মোবাইলটি পুরোপুরি ভাবে ভেঙে যায়। অন্যদিকে, পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়িতে গোটা ঘটনা বিস্তারিত বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিজিৎ বাবুর বাড়ির, ঢিল ছোড়া দূরত্বে থাকা একটি স্বর্ণালংকার শোরুমের এবং রাজর্ষি প্যালেস হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। অভিজিৎ বাবু টি.এন.আইকে জানিয়েছেন, “এরকম ঘটনা আশ্রমপাড়া, হাকিমপাড়া এলাকায় প্রায় রোজই হচ্ছে কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে না। পুলিশ ব্যস্ত মুখ্যমন্ত্রীর সুরক্ষা প্রদান এবং বিজেপি নেতাদের পেছনে গোয়েন্দাগিরি করতে, কিন্তু শিলিগুড়ির সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ।” শিলিগুড়ির বুকে বিজেপি সভাপতির সাথে এরকম ঘটনা শহরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই প্রসঙ্গে পুলিশের ভূমিকার উপর পুনরায় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে।
সিসিটিভিঃ অভিজিৎ রায় চৌধুরী (জেলা বিজেপি)