পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে বামেদের বিক্ষোভ ও পথসভা
পার্থ চ্যাটার্জি (টি.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ৩০শে অক্টোবর, ২০১৮: পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে সারা রাজ্যের সাথে সাথে রায়গঞ্জ শহরেও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করল উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট। বামপন্থী সহযোগী দলগুলির ডাকা এই বিক্ষোভ কর্মসূচী আজ রায়গঞ্জ শহরের এন.এস রোডে পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল, ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক গোকুল রায়সহ একাধিক বামফ্রন্ট নেতৃত্ব। কয়েকশো বামপন্থী কর্মী সমর্থক উপস্থিত হন। অস্বাভাবিক হারে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের দাম কমানো এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ সমাবেশ বলে জানান বাম নেতৃত্ব।
ছবি ও ভিডিও: পার্থ চ্যাটার্জি (টি.এন.আই)