এবার নিয়মিত সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে গুয়াহাটি উড়ান চালু হল
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, গুয়াহাটি, ২৯শে অক্টোবর, ২০১৮: গতকাল থেকে অসামের গুয়াহাটি থেকে সরাসরি সিকিমের গ্যাংটকের উড়ান পরিষেবা চালু হল। সিকিমের সঙ্গে উত্তর পূর্ব ভারতের এই প্রথম উড়ান পরিষেবা চালু হল। উল্লেখ্য গত ৪ঠা অক্টোবরে এই পাকিয়ং বিমানবন্দর থেকে প্রথম ব্যাবসায়ীক ভিত্তিতে উড়ান পরিষেবা চালু হয়। এই বিমান পরিষেবা শুরু করে স্পাইসজেট উড়ান (এসজি-৩৩২৫)। গুয়াহাটিতে বেলা ১২:৩০ নাগাদ পাকিয়ং থেকে স্পাইসজেট উড়ান (এসজি-৩৩২৫) অবতরণ করে। কেন্দ্রের ‘উড়ান যোজনার’ অন্তর্গত এই আকাশপথ হল ১০২তম। আগে গুয়াহাটি থেকে সিকিম আকাশ পথে যেতে হলে শিলিগুড়ির অদূরে বাগডোগড়া বিমান বন্দর হয়ে তারপর সড়ক পথে যেতে হয় অথবা হেলিকপ্টর করে যেতে হত (যা অনিয়মিত)। সেই যাত্রায় ছিল অনেক বেশি সময়ের, খরচার এবং অনিশ্চয়তার। গতকাল এসজি-৩৩২৫ গুয়াহাটি বিমান বন্দেরে অবতরণ করা মাত্রই জল কামান দিয়ে স্যালুট জানানো হয়। গুয়াহাটি অ্যারপোর্ট অথারিটির পক্ষ থেকে জানা যায় যে এই উরানের যাত্রীদের যথাযত ভাবে আপ্যায়নও করা হয়। পরে দুপুর ১২:৪০ সেই প্লেইন গুয়াহাটি বিমান বন্দর থেকে পাকিয়ং এর উদ্দেশ্যে রওনা দেয়। এবার সরাসরি গুয়াহাটি থেকে গ্যাংটক বিমান পরিষেবা চালু হওয়ায় আসা করা যাচ্ছে উত্তরপূর্বের এই দুটির রাজ্যের মানুষের অনেক সুবিধা হবে। পাশাপাশি বাগডোগড়া বিমানবন্দরে হয়ত কিছুটা বিমান ব্যাবসায়ীক পরিষেবার ঘাটতি হবার সম্ভাবনা।
ছবিসুত্র: এন.ই.নাও (গুয়াহাটি)