প্রশাসকের হাতে দায়িত্ত্ব তুলে দিলেন ডালখোলার বিদায়ী পুরচেয়ারম্যান
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ডালখোলা, ২৪শে অক্টোবর, ২০১৮: মেয়াদ ফুরোতে প্রশাসক বসল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পুরসভায়। মঙ্গলবার জেলাশাসক দপ্তরের ডেপুটি ম্যাজিষ্ট্রেট অর্নিবান রায় বিদায়ী পুরচেয়ারম্যান সুভাষ গোস্বামীর হাত থেকে দায়িত্বভার বুঝে নেন। অর্নিবান বাবু বলেন, সরকারি সুযোগ সুবিধা পুরনাগরিকদের কাছে সহজে পৌছে দেওয়া এবং বিগত বোর্ডের অসম্পূর্ন কাজ শেষ করাই তার লক্ষ্য। ২০০৩ সালে বামফ্রন্ট সরকারের আমলে ডালখোলা পুরসভার মর্যাদা পায়। ১৪টি আসন নিয়ে এই পুরসভার পথ চলা শুরু হলেও পরে পুনর্বিন্যাসের ফলে ১৬টি ওয়ার্ড নিয়ে এই পৌরসভা গঠিত হয়। ২০১৩ সালে পুরসভা নির্বাচনে কংগ্রেস ১০টি,সিপিএম ৪টি এবং তৃনমূল কংগ্রেস ২ টি আসনে জয়লাভ করেছিল। কংগ্রেস এককভাবে ১০ টি আসনে জয়লাভ করায় ডালখোলা পুরসভা কংগ্রেস দখল করেছিল। ২০১৪ সালে কংগ্রেসের ১০জন, সিপিএমের ১ জন তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ডালখোলা পুরসভা তৃনমূল কংগ্রেসের দখলে যায়। গতকাল পর্যন্ত তৃনমূল কংগ্রেসের দখলেই ছিল ডালখোলা পুরসভা। নির্ধারিত সময় পুরসভা নির্বাচন না হওয়ায় পুরসভার মেয়াদ শেষ হতেই প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার। এদিন সেই প্রশাসকের হাতেই দায়িত্বভার তুলে দিলেন বিদায়ী পুরচেয়ারম্যান সুভাষ গোস্বামী। তিনি বলেন, সংবিধানের নিয়ম মেনেই প্রশাসকের হাতে তিনি পুরসভার দায়িত্বভার তুলে দিলেন। পুরসভার বেশ কিছু উন্নয়নমূলক কাজ চলছে। সেই কাজ সম্পূর্ন করার জন্য প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)