মিনগ্লাস টি এস্টেটে মহাষ্টমীর ভোগ প্রাপ্তি ৮৬ বছরের হাত ধরে
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ডামডিম, ২৩শে অক্টোবর, ২০১৮: ডুয়ার্সের ডামডিমের অর্ধশতাধিক প্রাচীন মিনগ্লাস টি এস্টেটের দুর্গাপুজো। পুরানো ঐতিহ্য আচার আচরণ বিধি অনুযায়ী পুজো হয়। এই বছরও তাঁর কোনো ব্যাতিক্রম হয়নি। মণ্ডপে মূর্তি থেকে শুরু করে পুরোহিত তথা দর্শনার্থী কোন কিছুরই খামতি ছিল না। শুধু বয়স যে এবার প্রায় বাঁধ ভাঙার মতো! মায়ের ভোগ রান্নার জন্য যিনি এসেছেন, সেই ঠাকুরমশাইয়ের বয়স যে ৮৬ এর কোঠায়। তিনি হলেন সবার প্রিয় রঘুবীর দা। গত ৪০বছর ধরে তিনিই মায়ের ভোগ এবং পুজোর যাবতীয় রান্না করে আসছেন।মহাষ্টমীতে পুষ্পাঞ্জলীর সাথে রঘুবীর বাবুর হাতের খিচুড়ি আর তরকারি গ্রহণের জন্য বাগানে উপস্থিত হন প্রাক্তন তথা বর্তমান কর্মচারীরা সাথে আশে পাশের বহু গ্রামের মানুষেরা। প্রত্যেকের কাছে এই পুজোর গুরুত্ব অপরিসীম। পাশে পাহাড় গরুবাথান, ফাগু এমন কী লাভা, ললেগাঁও থেকেও বহু মানুষ এই পুজো দেখতে আসেন।
সংবাদচিত্র