সামান্য সুষম আহার, খেলোয়ারদের সুস্বাস্থ্যের অঙ্গীকার
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৫ই অক্টোবর, ২০১৮: রক্ষাই যখন ধর্ম। সে দেশের হোক আর জনগণের। শ্রী শক্তি পাল সর্বত্রই বিরাজিত। গত শনিবার, ভক্তিনগর বিবাদী সংঘ কোচিং সেন্টারে অনুশীলনে পর সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে হাজির হন শক্তি বাবু। প্রসঙ্গত, এই কোচিং সেন্টার থেকে এ.টি.কে জুনিয়র টিমে সুযোগ পেয়েছিল একটি ছেলে। তুলে দেন সুষম আহার সেখানকার প্রশিক্ষণরত খেলোয়াড়দের হাতে। এছাড়াও ৪টি ফুটবল উপহার দেন ক্লাব কর্তৃপক্ষকে।
সাথে প্রতিশ্রুতি দেন পাশে থাকার। শক্তি বাবু পেশায় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। তিনি টি. এন.আইকে জানান, “আমি নিজে খেলতে খুব ভালোবাসি। কিন্তু খেলতে গেলে ক্রীড়ার সরঞ্জাম থাকলেও থাকে না নূন্যতম সুষম খাদ্য। এই ঘাটতি পূরণ করতে আজ আমি অগ্রণী হয়েছি। আমার এই উদ্যোগে সবাইকে সামিল হওয়ার আর্জি জানাচ্ছি। সবাই যদি এগিয়ে আসে তবে প্রতি মাসে একটি করে কোনো কোচিং সেন্টারের হাতে তুলে দিতে পারব সুষম আহার। এছাড়াও শারদ শুভেচ্ছা রইল সবার জন্য। ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।”
ছবি: ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)