শিলিগুড়িতে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দুঃস্থদের শুষ্ক খাদ্য বিতরণ
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৫ই অক্টোবর, ২০১৮: প্রাক দূর্গাপূজা ও দীপাবলি উপলক্ষে, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড নং – ১৪ এর অন্তর্গত হরিজন বস্তিতে আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত শিলিগুড়ি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে (যা লাইন্স জেলা ৩২২এফ -এর অন্তর্গত) “উপহার ড্রাই রেশান” অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বস্তির দুঃস্থদের মাঝে চাল (৫ কিগ্রা), মুসুর ডাল (৫০০গ্রাম), লবন (১কিগ্রা) এবং সোয়াবিন দানা (২৫০গ্রাম) বিতরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি, শ্রী সাহিল গুপ্ত এবং সম্পাদক শ্রী পীযূষ আগারওয়াল। শ্রী প্রসেনজিৎ পাল, লায়ন্স ক্লাবের কার্যনির্বাহী সভাপতি, টি.এন.আইকে জানান; “২০০ জন দুঃস্থদের যাঁরা সরকারিভাবে বি.পি.এল তালিকাভুক্ত, তাদের মাঝে উপহার ড্রাই রেশান – এর প্যাকেট বিতরণ করা হয়। আজকের এই অনুষ্ঠানে বিপুল পরিমাণে সাড়া পেয়ে আমরা অতীব আনন্দিত। এছাড়াও শিলিগুড়ির জ্যোতি নগর এবং পানিঘাটায় যে বন্ধ চা বাগান আছে, আমরা সেখানে আগামীকাল উপহার ড্রাই রেশিও অনুষ্ঠান করতে চলেছি।”
ছবি ও ভিডিও: শিলিগুড়ি লায়ন্স ক্লাব