দারিভিটকাণ্ডে নিহত ছাত্রের পরিবারের দায়ের করা মামলাই শুরু করেনি পুলিশ: প্রিয়াঙ্কা
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮: দারিভিটকাণ্ডে পুলিশের বিরুদ্ধেই আইন অমান্য করার বিস্ফোরক মন্তব্য করলেন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিয়াল। প্রিয়াঙ্কা টিব্রিয়াল বলেন, দারিভিটে ছাত্র আন্দোলনের ঘটনায় মৃত দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় যে এফআইআর দায়ের করা হয়েছিল পুলিশ সেই এফআইআরের ভিত্তিতে মামলাই শুরু করেনি। কারন মৃত তাপস বর্মনের বাবা বাদল বর্মন এবং রাজেশ সরকারের বাবা নীলকমল সরকারের দায়ের করা এফআইআরে পুলিশ নিজেই অভিযুক্ত।
শুধু পুলিশ নিজের দায়ের করা সুয়ো মোটো অভিযোগের ভিত্তিতে দারিভিট সহ বিভিন্ন গ্রামে রাতে সাধারণ মানুষের বাড়িতে হানা দিয়ে অত্যাচার চালাচ্ছে। এছাড়াও বিজেপির ডাকা বনধের ঘটনায় নির্দোষ মানুষের বাড়িতে তাড়া করে বেড়াচ্ছে পুলিশ। পুলিশের অত্যাচারে ইসলামপুর থানা এলাকার সাধারণ ঘরছাড়া। উল্লেখ্য, রবিবার বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিয়াল দারিভিটে নিহত দুই ছাত্রের বাড়িতে গিয়ে পরিজনদের সাথে কথা বলেন। এছাড়াও তাপস ও রাজেশের মাকে নিয়ে ইসলামপুর থানায় গিয়ে আইসির সাথে দেখা করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পাশাপাশি এদিন তিনি ইসলামপুরের সংশোধনাগারে বন্দী বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা আইনজীবী দেবজ্যোতি সরকারের সাথেও দেখা করেন।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)