শেষ পর্যন্ত ইসলামপুরের দারিভিট কান্ড এবার কেন্দ্রের দরবারে পৌঁছে গেল
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮: ইসলামপুরের দারিভিটকাণ্ড এবার উঠতে চলেছে রাষ্ট্রপতির দরবারে। বিজেপি সুত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের নৈরাজ্যের চিত্র এবার সমগ্র দেশের সামনে নিয়ে আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এই উদ্দেশ্যেই দারিভিটকাণ্ডে নিহত দুই ছাত্রের পরিবার সুবিচারের আশায় দিল্লীর দরবারে গেল। দারিভিটকাণ্ডে মৃত দুই ছাত্র তাপস বর্মনের বাবা বাদল বর্মন এবং রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার দিল্লিতে হাজির হয়েছেন। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরজিৎ সেন বলেন, দারিভিটকাণ্ডে নিহতের পরিবার আজকেই জাতীয় মানবাধিকার কমিশন ও বিজেপি সভাপতি অমিত শাহের সাথে দেখা করেছেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা দার্জিলিং এর সাংসদ শ্রী এস. এস. আলুওয়ালিয়া, শ্রী মুকুল রায় প্রমুখ। আগামীকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে দেখা করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের চেষ্টা করা কথা হচ্ছে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)