শিলিগুড়িতে হয়ে গেল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির অবস্থান বিক্ষোভ
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে সেপ্টেম্বর, ২০১৮: গত বুধবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, শিলিগুড়ি শাখার ডাকে ৪টি দফায় অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় শহরের কলেজপাড়ায় স্থিত স্থানীয় ডি.আই (উঃ মাঃ) অফিসে সামনে।
এদিনের অবস্থানের মধ্য দিয়ে যে দফাগুলি স্থানীয় ডি.আই অফিসে পেশ করা হয় তা হল;
- উচ্চ মাধ্যমিক স্কেল দিতে হবে।
- সংযুক্তি শিক্ষক (অ্যাটাচমেন্ট টিচার) নিয়োগ করতে হবে।
- প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে।
- মিড ডে মিলে সেদ্ধ চাল দেওয়া চালু করতে হবে।
এই কর্মসূচির আহ্বায়ক ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন শীল শর্মা মহাশয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুরজিৎ বড়ুয়া, জেলা কোষাধ্যক্ষ অনুকূল দত্ত প্রমুখরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া, বিধাননগর, বাতাসি, খড়িবারি, শিলিগুড়ি – নকশালবাড়ি ও শিলিগুড়ি – পশ্চিম এই সাতটি শাখা থেকে আগত সাতজন সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক, ও বিভিন্ন মহকুমার প্রতিনিধি ও সমস্ত শিক্ষা জেলা থেকে আগত শিক্ষক-শিক্ষিকাগণ।