শিলিগুড়ির বানীমন্দির রেলওয়ে ফুটবল দলের ৩ জনের সামনে সন্তোষে খেলার হাতছানি
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে সেপ্টেম্বর, ২০১৮: ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে স্পোর্টস এসোসিয়েশন এর পরিচালনায় ১৬ দলের, অনুর্ধ ১৭ অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সুব্রত কাপ আয়োজন করেছিল মধ্যপ্রদেশের জব্বলপুরে। প্রতিযোগিতাটি শুরু হয় ১৮ই সেপ্টেম্বর ২০১৮। শিলিগুড়ির জংশন এলাকায় অবস্থিত বানীমন্দির রেলওয়ে উচ্চতর বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেয়। কোচ সুদীপ্ত কুমার জানায় স্কুল দল এই প্রতিযোগিতায় ফের চ্যাম্পিয়ন হয়। এর আগে ২০১৬তেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এই মাসে ২৪ তারিখ এই প্রতিযোগিতার ফাইনাল ছিল। বানীমন্দির রেলওয়ে দল ২-১ গোলে হারায় সানি রেলওয়ে হাই স্কুল কে। বানীমন্দির রেলওয়ে দলের হয়ে গোল করেন জয়দীপচন্দ্র দাস এবং রাহুল হেব্রন। এই জয়ের ফলে বানীমন্দির রেলওয়ে দল কিছু খেলোয়াড় আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। এই টুর্নামেন্টে আন্তর্জাতিক টিম গুলোর মধ্যে অনুরধ ১৭ ব্রাজিল দলও থাকবে। এই প্রতিযোগিতায় থেকে রেল ১০ জন খেলোয়াড় কে সিলেক্ট করেছে। তাদের মধ্যে ৩জন বানীমন্দির রেলওয়ে দলের। এই ১০ জন রেলওয়ের সন্তোষ ট্রফির ক্যাম্পেও সুযোগ পেয়েছে এবং জানা গেছে যারা ভালো পারফর্ম করবে তারা সরাসরি রেলওয়ের সন্তোষ ট্রফির টিমে সুযোগ পাবে। চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং রেলওয়ে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। তবে আক্ষেপে বিষয় এত সবের পরেও এখনো পর্যন্ত নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে কোনো সংবর্ধনার ঘোষণা করা হয়নি বাণীমন্দির স্কুলকে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)