বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতির এক দিনের জেল হেফাজত
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৪শে সেপ্টেম্বর, ২০১৮: “আমার বক্তব্য যা ছিল তাই থাকবে শুধু পুলিশের পরিবারের ছেলে মেয়েদের জন্য যে অংশটুকু ছিল সেই অংশটুকু প্রত্যাহার করলাম” অসুস্থতা কাটিয়ে সোমবার ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে আদালতে যাবার পথে নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। এদিন তাঁকে ইসলামপুরের এসিজেএম আদালতে তোলা হয়। ইসলামপুর আদালতের সরকারী আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন, ইসলামপুর থানার একটি মামলায় ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১)(বি) ধারায় অভিযুক্ত শঙ্কর মজুমদারকে আদালতে পাঠালে বিচারক মহুয়া বসু রায় অভিযুক্তকে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামীকাল মঙ্গলবার ফের তাঁকে আদালতে হাজির করা হবে। উল্লেখ্য, গতকাল রবিবার ইসলামপুরের দারিভিটে এসে পুলিশের বিরুদ্ধে কুরুচিকর উসকানিমূলক মন্তব্য করায় রায়গঞ্জ ফেরার পথে বোতলবাড়ি এলাকায় করনদিঘি থানার পুলিশ গ্রেপ্তার করে। রাতেই তাঁকে চাকুলিয়া থানা থেকে গোয়ালপোখর থানায় নিয়ে আসা হয়। সকালে ইসলামপুর নিয়ে আসার পথে শ্বাসকষ্ট জনিত রোগে ভোগার কারনে জেলা সভাপতিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে সুস্থতা বোধ করায় শঙ্কর চক্রবর্তীকে আদালতে হাজির করে পুলিশ।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)