ইসলামপুরে ছাত্র মৃত্যুর চারদিন পর মন্ত্রী ও তৃনমূল বিধায়কের দেখা পেয়ে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের
দীপঙ্কর দে, (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৪শে সেপ্টেম্বর ২০১৮: ইসলামপুরের দারিভিটের ছাত্র মৃত্যুর ঘটনার চার দিনের মাথায় তৃণমূলের মন্ত্রী ও বিধায়ককে কাছে পেয়ে মৃত ছাত্রের পরিজনেরা ক্ষোভে ফেটে পড়লেন। রবিবার সকালে ইসলামপুরের দারিভিট এলাকায় মৃত ছাত্রদের বাড়িতে যান গোয়ালপোখরের বিধায়ক তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী এবং ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। মন্ত্রী বিধায়ককে কাছে পেয়ে মৃত ছাত্র তাপস বর্মণের পরিবারের সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ করেন। মমতার কাছে ছেলেকে ফিরিয়ে দেবার আর্জি জানান তাপসের মা। চারদিন পর মন্ত্রী বিধায়ককে কাছে পেয়ে তীব্র ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারাও। ব্যতিক্রম ঘটেনি আরেক মৃত ছাত্র রাজেশ সরকারের বাড়িতেও। বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালকে স্থানীয়রা বলে উঠেন আপনি তো আমাদের এলাকার বিধায়ক, আপনি কেন এতো দেরি করে আসলেন? ক্ষুব্ধ স্থানীয়রা তৃণমূলের মন্ত্রী বিধায়কের কাছে সিবিআই তদন্তের দাবী জানালে বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন, “হোক না সিবিআই তদন্ত, সব তদন্তই হোক আমরাও চাই প্রকৃত দোষী শাস্তি পাক।” মন্ত্রী রব্বানী বলেন,” আমরা তদন্ত শুরু করে দিয়েছি, ডিআই ভুল করেছিল তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে ছাত্র মৃত্যু নিয়ে কোনও রাজনীতি বরদাস্ত করব না। বাম আমলে বনধ করে বাংলাকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। বনধ ব্যর্থ করতে শান্তি মিছিল করা হবে।”
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)