ভাস্কর চিন্তামণি কর স্মৃতি পুরস্কারে সম্মানিত ইসলামপুরের অসিত রঞ্জন পাল
দীপঙ্কর দে, (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৭ই সেপ্টেম্বর ২০১৮: বঙ্গীয় সঙ্গীত পরিষদের ভাস্কর চিন্তামণি কর স্মৃতি পুরস্কারে সম্মানিত হলেন ইসলামপুরের অসিত রঞ্জন পাল। জানা গিয়েছে, গতকাল রবিবার মালদায় এক অনুষ্ঠানে ইসলামপুরের অসিত রঞ্জন পালকে ভাস্কর চিন্তামণি কর স্মৃতি রৌপ্য ট্রফি ও নগদ ২৫ হাজার টাকা দিয়ে সম্মানিত করে বঙ্গীয় সঙ্গীত পরিষদ। জানা গিয়েছে এবছর রাজ্যের মধ্যে একমাত্র তিনিই এই সম্মানে ভূষিত হয়েছেন। দীর্ঘ কয়েক দশক ধরে ইসলামপুর সহ বিভিন্ন এলাকার কচিকাঁচাদের চিত্র অঙ্কন, তুলির রঙের কাজ, প্যাস্টেল এবং কাঠের উপর নিখুঁত কাজ শিখিয়ে নবপ্রজন্মের নামীদামী শিল্পী গড়ে তুলে ইতিমধ্যেই বহু সুনামের অধিকারী হয়েছেন অসিতবাবু। সম্প্রতি নর্থ বেঙ্গল ফটোগ্রাফি এসোসিয়েশন অসিতবাবুকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করেছেন। তিনি ১৯৭০ সালে বালুরঘাট হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে মৃত্যুঞ্জয় গোস্বামীর অনুপ্রেরণা ও শিক্ষা পেয়ে কাজ শুরু করেন। ১৯৭৯ সালে ইসলামপুরের তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজে যোগ দেন। সেখানকার আধিকারিক আর.এন.ঘোষাল ও দিলীপ হালদারের চার সন্তানকে নিয়েই শুরু হয় অসিতবাবুর স্কুল ‘চিত্র বিতান’। বর্তমানে অসিতবাবুর মেয়ে অনন্যা পাল ‘রামধনু’ নামে স্কুল করেছেন। অসিতবাবু বলেন, এত বড়ো সম্মানে সম্মানিত হয়ে তিনি নিজেকে ধন্য বলে মনে করেছেন। এরই সাথে তিনি কর্মজীবনে উৎসাহিত ও সহযোগিতা করা বিশিষ্টদের ধন্যবাদ ও জানিয়েছেন।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)