আবারও বীরত্বের প্রমাণ দিল শিলিগুড়ির সাংবাদিকরা
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৫ই সেপ্টেম্বর, ২০১৮: ভীষণ বর্ষার জেরে, সেবকের বিভিন্ন স্থানে ধসের ঘটনায় সাধারণভাবে প্রায় বিপর্যস্ত জনজীবন তথা পাহাড়ের সাথে সমতলের যোগসূত্র। শনিবারে আবারও খবর মেলে ১০নং ও ৩১নং জাতীয় সড়কে ফের ধস নেমেছে এবং সেই খবরটির পর্যালোচনা ও পরিস্থিতির গুরুত্বের বিচারার্থেই শিলিগুড়ি থেকে সাংবাদিকরা সেবকের পথে রওনা দেন। উপায়ের হ্রস্বতা দেখে বেদনার্ত হন সাংবাদিকরা। কিন্তু, বেশ সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন দু’ সাংবাদিক, দিপ্তেন্দু দত্ত ও শুভঙ্কর পাল। তাঁরা সেখানকার মহিম ও করুণ দৃশ্যের ছবি পাঠান রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব মহাশয়ের মোবাইল ফোনে। মন্ত্রী সেই ছবি দেখে এন.বি.এস.টি.সি এর কর্মরত আধিকারিকদের নির্দেশ দেন যেন তাঁরা যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে। অপরদিকে, এমন বীরত্বের প্রমাণ দিয়ে পর্যটকদের থেকে শুরু করে শহরবাসীর কাছে স্নেহ ভাজনের অংশীদার হয়ে থাকল এই দুই তরুণ সাংবাদিক।