চোপড়ায় অটো দুর্ঘটনায় মহিলা সিভিক ভলেনটিয়ারের মৃত্যু
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১২ই সেপ্টেম্বর, ২০১৮: অটো নিয়ন্ত্রন হারিয়ে নয়নজলিতে পরে মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ার, আহত আরও ৭ জন। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার মাঝিয়ালির ভরতগছ এলাকায় রাজ্য সড়কে। পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার, নাম রসনাড়া বেগম (২৬), বাড়ি চোপড়া থানার দাসপাড়া এলাকার লাগনুগছ গ্রামে।স্থানীয়দের তৎপরতায় আহতদের প্রথমে চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার লালবাজার থেকে রোশনারা বেগম নামে মহিলা সিভিক ভলেন্টিয়র অটোতে চেপে মাঝিয়ালী স্কুলে ডিউটিতে যাওয়ার পথে ভরতগছ এলাকায় অটোটি নিয়ন্ত্রন হারিয়ে নয়নজলিতে পরে গিয়ে এই দূর্ঘটনা ঘটে। অটোর নীচে চাপা পরে যান ওই সিভিক ভলেন্টিয়র। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চোপড়া দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় চোপড়ার লাগনুগছ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)