পেট্রোপণ্যেমর দাম ১ টাকা কমিয়ে সাধারণ মানুষকে সাহায্য করতে চলেছে রাজ্য সরকার
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১১ই সেপ্টেম্বর, ২০১৮: পেট্রোল ও ডিজেলের উপর থেকে সেস কমিয়ে তা সর্বসাধারণের নাগালে আনার চেষ্টা করল রাজ্য সরকার। আজ মধ্যরাত থেকেই কার্যকর হতে চলেছে নব নির্ধারিত দাম। এদিন পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু ১ টাকা কমাতে চলেছে রাজ্য সরকার। এর ফলে সাধারন অল্প হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অপরদিকে আজ পলিটব্যুরোর সদস্য ডঃ সূর্যকান্ত মিশ্র প্রতিক্রিয়া দেন যে, গত সোমবারের বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকা ভারত বনধের জেরে, মুখ্যমন্ত্রীর আজ এরূপ প্রতিক্রিয়া। অন্যথায়, ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কেন এমন সিদ্ধান্ত? এটি হরতাল ডাকের প্রভাব ছাড়া আর কি হতে পারে? তিনি আরও জানান, কেন্দ্রে বিজেপি সরকারের পাশে দাঁড়িয়ে কটাক্ষ করে বলেন ধর্মঘট করে কিছুই হয় না, হয়রানি ছাড়া। সর্বস্তরের মানুষের কাছে আবারও পরিষ্কার যে আজও গণতান্ত্রিক রাষ্ট্রে গণের ঊর্ধ্বে আর কিছুই নয়। আজ মুখ্যমন্ত্রীর এই ঘোষণা এর বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।