ধনতলায় ব্যবসায়ী খুনের ঘটনায় প্রচুর অস্ত্র ও গুলি উদ্ধার গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১০ই সেপ্টেম্বর, ২০১৮: ধনতলায় ব্যবসায়ী খুনের ঘটনায় কুখ্যাত দুষ্কৃতী মুক্কা সহ প্রচুর অস্ত্র ও গুলি উদ্ধার করলো ইসলামপুর থানার পুলিশ। পাশাপাশি সম্প্রতি ইসলামপুর থানা এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার দুষ্কৃতী উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি। সোমবার ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, এসডিপিও সোমনাথ ঝা ও আইসি রাজেন ছেত্রী একযোগে ইসলামপুর থানায় সাংবাদিক সম্মেলন করেন। অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল বলেন, ধনতলায় ব্যবসায়ী খুনের ঘটনায় ধৃত শোয়েব আখতারকে জেরা করে মুখ্য অপরাধী মুক্কাকে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের জেরা করে ইসলামপুর থানার বিভিন্ন এলাকা থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড কার্তুজ এবং দুটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। এছাড়াও ধনতলার ঘটনায় ব্যবহৃত দুটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি সম্প্রতি পন্ডিতপোতা – ১ এবং ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসায় যুক্ত থাকার ঘটনায় তদন্তে নেমে মাতিকুন্দা এলাকা থেকে ইব্রাহিম ও কালানাগিন এলাকা থেকে রাকিবুল নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। এদের জেরা করে আরও চারটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এছাড়াও ডিমটি রাজুবস্তি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া রফিক আলমকে গ্রেপ্তার করে পুলিশ। রফিকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে ধনতলায় ব্যবসায়ী খুনের ঘটনার পর তদন্তে নেমে মোট ৯টি আগ্নেয়াস্ত্র ও ৩৩ রাউন্ড গুলি ৪টি ম্যাগজিন উদ্ধারে একের পর এক বড়সড় সাফল্য পেয়েছে ইসলামপুর থানার পুলিশ।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)