মন্ত্রীর ইশারার অপেক্ষায় গোয়ালপোখরে সভাপতির দৌড়ের জয়ী সদস্যরা
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, গোয়ালপোখর, ৮ই সেপ্টেম্বর, ২০১৮: গোয়ালপোখর পঞ্চায়েত সমিতি গঠন নিয়ে শাসকদলের অন্দরেই তীব্র জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি সভাপতি নির্বাচন নিয়ে দলীয় নেতৃত্বের মধ্যে ঠান্ডা যুদ্ধ বর্তমান। যদিও সভাপতির দৌড়ে এগিয়ে থাকা জয়ী সদস্যরা গোয়ালপোখরের অভিভাবক মন্ত্রী গোলাম রব্বানীর গ্রীন সিগনালের অপেক্ষায়। জানা গিয়েছে, গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির ৪১ টি আসনের মধ্যে ৩১ টি আসন তৃণমূল কংগ্রেস দখল করেছে। বিজেপি ১টি, কংগ্রেস ১টি, সিপিএম কংগ্রেস জোট ১টি ও ৭টি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করে। ভোটের পরে যদিও নির্দল সদস্যরা মন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলে তৃণমূলের সংখ্যা ৩৮ হয়ে দাঁড়ায়। নির্দল সদস্যদের তরফে কর্মাধ্যক্ষ পদে দাবী জানানো হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে দলীয় স্বার্থে জেলা পরিষদের আসন ছেড়ে দেওয়া আরসিসিবি ব্যাঙ্কের চেয়ারম্যান মাসুদ মহম্মদ নাসিম এহসানের স্ত্রী মাহজবিন বেগম, অন্যদিকে মন্ত্রীর ভাই তথা গোয়ালপোখর ব্লক সভাপতি গোলাম রসুল ওরফে মুনিদার স্ত্রী মুস্তারি বেগম এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী একমাত্র সোমা বেগমের নামও সভাপতির দৌড়ে চর্চার কেন্দ্রে রয়েছে। গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তপন কুমার সিনহা বলেন, দলতন্ত্রে বিশ্বাসী আমাদের মন্ত্রী সাহেব আমার মনে হয় না পঞ্চায়েত সমিতির সভাপতি পদটা নিজের কাছে রাখবেন। আরসিসিবি চেয়ারম্যান মাসুদ মহম্মদ নাসিম এহসান বলেন, গোয়ালপোখরে আমাদের অভিভাবক মন্ত্রী গোলাম রব্বানী, উনি যা সিদ্ধান্ত নেবেন আমরা সেটাই মাথা পেতে নেব। গোয়ালপোখরের তৃণমূল ব্লক সভাপতি গোলাম রসুল বলেন, ব্যক্তি বড় নয় দল বড়। এখানে আমাদের মন্ত্রী রয়েছে, জেলা সভাপতি আছেন, জয়ী সদস্যরা আছে আলোচনার মাধ্যমেই সব ঠিক হবে। সর্বোপরি দিদির নির্দেশ মেনে চলতে হবে।