বানারহাট স্বাস্থ্য কেন্দ্রে পানীয়জলের সংকট
অঙ্কিতা সেন (টী.এন.আই, বানারহাট) । টী.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, বানারহাট ২রা সেপ্টেম্বর ২০১৮: বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিগত শুক্রবার থেকে হাসপাতালের চৌহদ্দিতে থাকা একমাত্র সাবমার্সিবল পাম্পটি বিকল হয়ে যাওয়ার দরুন হাসপাতালের ইমারজেন্সি বিভাগ, ইনডোর, আউটডোর সহ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কোয়ার্টারে পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। নিকটবর্তী চা বাগান থেকে ট্যাংকারে করে পানীয়জল এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও শৌচ কর্ম সহ অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য জল সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়ছেন হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিজনেরা। বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ চঞ্চল রক্ষিত বলেন বানারহাট চা বাগান থেকে পানীয় জলের ট্যাংকার এনে সমস্যার মোকাবিলার চেষ্টা করা হলেও তা পর্যাপ্ত নয়। তিনি জানান স্থানীয় টেকনিশিয়ান পাম্পটি দেখে জানিয়েছেন সাবমার্সিবল পাম্পটি তুলে মেরামত করতে হবে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে ডাঃ রক্ষিত জানান। ধুপগুড়ি ব্লকের বি.এম.ও.এইচ ডাঃ সব্যসাচী মন্ডল বলেন সমস্যাটির গুরুত্ব বিবেচনা করে এর দ্রুত সমাধান করার লক্ষ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ছবিঃ অঙ্কিতা সেন (টী.এন.আই)