সাত সকলে ট্রেনের ধাক্কায় ডুয়ার্সে দুটো হাতির মৃত্যু
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, বানারহাট, ৬ই জুলাই, ২০১৮: আজ এক মর্মান্তিক দুর্ঘটনায় ডুয়ার্সে একটি পূর্ণ বয়স্ক হস্তিনী এবং তার ৩ বছরের একটা হস্তীশাবক ট্রেনের ধাক্কায় মারা গেল। ঘটনা ঘটেছে আজ সকাল ৮টা নাগাদ। প্রত্যক্ষদর্শী অনুযায়ী চারটি হাতির দল রেললাইন পার হচ্ছিল। ট্রেনের গতি আস্তেই ছিল কিন্তু হটাৎ করে দুটো হাতি দাড়িয়ে লাইনের ওপর দাড়িয়ে পরাতে ট্রেনটি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুটো হাতির মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীর মতে ট্রেনটি ছিল শিলিগুড়ি থেকে আসামের ধুবড়ি যাওয়ার ডেমু।
এই ঘটনা হওয়ার সাথে সাথে আশপাশের এলাকা থেকে লোক ছুটে আসে। কিছুক্ষণের জন্যে রেল অবরোধও শুরু হয়। দাড়িয়ে পরে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। পরে আর.পি.এফ এর মধ্যস্থতায় রেল অবরোধ উঠে যায়। তবে অন্য কোন রেলকর্তাদের ঘটনাস্থলে দেখা পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে রয়েছে জলপাইগুড়ির নতুন ডি.এফ.ও শ্রী মৃদুল কুমার, ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন (সান্মানিক) শ্রীমতী সীমা চৌধুরী প্রমুখ। এখনো হাতিদের মৃতদেহগুলো এলাকাতেই পরে আছে।
ছবি ও ভিডিও: অঙ্কিতা সেন (টি.এন.আই)