পাহাড়ে ধস এবং ভারি বৃষ্টির জন্য বন্ধ হল আমারনাথ যাত্রা
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই, শ্রীনগর, ৪ঠা জুলাই, ২০১৮: ভারী বৃষ্টির জেরে সাথে পাহাড়ে ধসের ফলে আপাতত বন্ধ হয়ে গেল অমরনাথ যাত্রা। বন্ধ রাখা হল পহেলগাঁও এবং বালতাল দিয়ে অমরনাথ যাত্রা পথ। রাস্তা পিছল এবং বালতালের রাস্তায় ধস নামার ফলে রাস্তা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি সংঙ্কটজনক দেখে কর্তৃপক্ষের অমরনাথ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের ঘটনার কয়েক দিন আগেই জম্মু কাশ্মীরের গান্ডারবাল জেলায় ধস নেমে পাঁচ জনের মৃত্যু হয়। আজ হঠাত করে বালতাল বেস ক্যাম্পে ছোট্ট একটা হড়কা বাণ এসে গাড়ি রাখার জায়গার কিছু গাড়ি ভাসিয়ে নিয়ে যায়। তবে হতাহতর কোন খবর এখনো অবধি পাওয়া যাত্রা।
Facebook Comments