ফালাকাটায় ঝড়ে উপরে পড়া গাছের গুড়িতে ধাক্কা মেরে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি, আহত ৪
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ২রা জুলাই, ২০১৮: শুরু হয়েছে ঝড় বৃষ্টির মরসুম। এই ঝড় বৃষ্টির জন্য ভেঙ্গে পড়ছে গাছ, বন্ধ হয়ে যাচ্ছে যান চলাচল। রাস্তার উপর বাড়ির গাছ ভেঙ্গে পড়ায় আটকে রয়েছে গ্রামের রাস্তা। রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে চলাচলে ঘটছে দুর্ঘটনা। এরই ফল পেল পথচারীরা। রবিবার রাতে বৃষ্টি ভেজা পথে দুর্ঘটনা ঘটনা ঘটলো ফালাকাটা ব্লকের প্রমোদনগর এলাকায়। ধুপগুড়ি থেকে জটেশ্বর যাওয়ার পথে ফালাকাটা প্রমোদনগরের কাছে রাস্তায় পারে পরে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা মারে একটি মারুতিভ্যান৷ গাড়ির চালক সহ তিন জন গুরুতর আহত হয়েছেন। তাদের বীরপাড়া হাসপাতালে ভর্তী করা হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেক থেকে রাস্তার উপর একটি গাছ ভেঙ্গে পরে রয়েছে, সেই গাছেই ধাক্কা মারে গাড়িটি৷ ধূপগুড়ি থেকে জটেশ্বর যাবার উদ্দেশ্যে সেই মারুতী ভ্যান রাস্তার পাশে পড়ে থাকা একটি গাছের গুড়িতে তীব্র গতিতে ধাক্কা মারে। গাড়ির ভিতরে থাকা তিন জন যাত্রী সহ চালক গুরুতর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। পাশাপাশি খবর দেওয়া হয় জটেশ্বর পুলিশ ফারিতে। পুলিশ গিয়ে গাড়িটি কে দুর্ঘটনা স্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় রাতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। গাছটির যেই বাড়ির সেই মালিকের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর।