ইসলামপুরে কোর্টের রায়ে গৃহহারা হল মন্দিরের জমিতে বসবাসকারী আবাসিকরা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ৩০শে জুন, ২০১৮: ইসলামপুরের লোকনাথ কলোনী এলাকায় হাইকোর্টের রায়ে মন্দিরের জমি থেকে শনিবার গৃহহারা মানুষদের উচ্ছেদ করলো পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ইসলামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনী এলাকায় প্রায় ২০ বছর ধরে লোকনাথ মন্দিরের ৯১ শতক জমিতে বসে থাকা ১৫টি পরিবারকে হাইকোর্টের রায়ে এদিন পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ করা হয়। গৃহহারা এই মানুষগুলির আর্তনাদ শুনতে অনেকেই ভিড় জমলেও বিশাল রাফ ও কামব্যাট বাহিনীর জমায়েতে কেউই তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। দিনমজুরি করে জীবিকা নির্বাহ করা পরিবারের তিন মহিলা পুলিশের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করতে গেলে বাসিন্দারা কোনওক্রমে বাঁচিয়ে নেয়। স্থানীয়দের অভিযোগ, মানুষের জন্য মন্দির না মন্দিরের জন্য মানুষ।
এই অভিযোগে জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনকে উচ্ছেদ হওয়া বাসিন্দারা দূষলেও আইনের বুলডোজারের কাছে সবাই নির্বাক। পুরচেয়ারম্যানের প্রতিনিধি মহম্মদ সরিফ বলেন, ঘটনা খুবই দুঃখজনক, মন্দির কমিটির কারসাজিতেই এই মানুষগুলি ঘরছাড়া হলো। তবে আইনকে সম্মান জানিয়েই এদিনের উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পাশে পুরসভা থাকবে। জুডিশিয়াল নাজির মনোজ কুমার সাহা বলেন, হাইকোর্টের নির্দেশে আজকে এখানে এই পরিবারগুলোকে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ করে জমি লোকনাথ মিশনের হাতে তুলে দেওয়া হলো। মন্দির কমিটির অজিত ঘোষ বলেন, ওই ১৫টি পরিবার মন্দিরের ৯১ শতক জমিতে অনেকদিন ধরে বসেছিল। আমরা হাইকোর্টের থেকে রায় পেয়েই আজকের উচ্ছেদ করলাম।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)