শিলিগুড়ির লেকটাউনে শোনা গেল বর্ষাকালের হলুদ ব্যাঙের ডাক
শুভম ঘোষ (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ২৯শে জুন, ২০১৮: বর্ষা কালে ব্যাঙের ডাক শোনাটা বহুকাল আগে স্বাভাবিক হলেও শিলিগুড়ি বা সংলগ্ন এলাকায় এখন অতি বিরল হয়ে গেছে। এর কারন হিসেবে নগরায়ন বলেও অনেকে মনে করতে পারে। ইদানীং কালে প্রতি বছর বর্ষার শুরুতে অন্তত একবার এই ব্যাঙের ডাক শোনা যায় শহরের কোন না কোন অঞ্চলে। এবার তা শোনা এবং দেখা গেল শিলিগুড়ির লেকটাউন অঞ্চলে। আজ দুপুর ১২টার সময় বাবুপাড়া বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায় একটা জমিতে বর্ষার জল জমায় সেখানে হঠাৎ করে এলাকার বাসিন্দারা ব্যাঙের ডাক শুনতে পায়।
দেখা যায় জমিতে জমা জলে প্রায় ১০০টার ওপরে ব্যাঙ মনের সুখে ডাকছে। আওয়াজ এত তীব্র ছিল যে আসেপাশের অন্য কোন শব্দ শোনা যাচ্ছিল না। তবে ব্যাঙগুলোর রং সব ছিল গাঁড় হলুদ। ওই দেখে অনেকে মনে করেছিলেন এগুলো হয়তো অন্য প্রজাতির ব্যাঙ। তবে প্রাণিবিদ্যাবিত ডঃ মনোজ রাউতের মতে – বর্ষাকালে বা বর্ষার শুরুতে প্রজননের সময়ে ব্যাঙ হলুদ হয়ে যায়। এই হলুদ হয়ে যাওয়ার অর্থ হল সে তার নিজের সঙ্গীকে আকৃষ্ট করবার চেষ্টা করছে। তাছাড়া একত্রে এক সঙ্গে এমন ভাবে ডাকাও এক ধরনের সঙ্গী আকৃষ্ট করবার পদ্ধতি। যদিও নিজেদের সঙ্গিনী কে আকৃষ্ট করবার ক্ষেত্রে একেক প্রজাতির ব্যাঙের একেক রকম নিয়ম থাকে।
ছবি ও ভিডিও: শুভম ঘোষ (টি.এন.আই)