বিয়ের জন্যে মেয়ে দেখে ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর, আহত এক
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ধূপগুড়ি, ২৭শে জুন, ২০১৮: মেয়ে দেখে বাড়ি ফিরতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। আহত হলেন আরো এক বন্ধু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ি নতুন শালবাড়ি এলাকায় ৩১ নং জাতীয় সড়কে। বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবুল হাসান (২৩) ও তার বন্ধু হামিদুল হকের (২৪)। এদের এক বন্ধু জসীম আহমেদ গুরুতর আহত হয়। তারা সকলে ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গাম পঞ্চায়েতের গোকুলনগর এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধুপগুড়ি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠায়।
জানা গিয়েছে এদিন নিজের বিয়ের সম্বন্ধের জন্য আবুল হাসান ধূপগুড়ি ব্লকের কাজীপাড়া এলাকায় এক ব্যক্তির মেয়েকে দেখতে আসেন। সঙ্গে দুই বন্ধুকেও নিয়ে আসে।মেয়ে দেখে বাইক নিয়ে বাড়ির ফেরার পথে ওভার ব্রিজের কাছে একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলেই বাইক চালক আবুল ও বন্ধু হামিদুলের মৃত্যু হয়। অপর বন্ধু জসীম আহমেদকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে তাকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। মৃতের আত্মীয় রেজাউল আলমথানায় দাঁড়িয়ে জানায়, সকালে তিন বন্ধু মিলে ধূপগুড়ির কাজীপাড়ায় আবুলের জন্যে মেয়ে দেখতে গিয়েছিল। মাঝে বেপরোয়া লরির ধাক্কায় দুজনের মৃত্যু ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধূপগুড়ি ট্রাফিক গার্ড ও থানার পুলিশ বাহিনী। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের ওপর ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ট্রাফিক গার্ড জাতীয় সড়ক থেকে মৃতদেহ তুলে থানায় নিয়ে যায় এবং যানজট পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
ছবি: সুপ্রিয় বসাক (টি.এন.আই)