আজ আজ তিনবিঘা অঞ্চলে তিনবিঘা আন্দোলনের শহিদ দিবস পালিত হয়
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, মেখলীগঞ্জ, ২৬ই জুন, ২০১৮: আজ শহীদ দিবস৷ ভারতের কুচবিহার জেলার কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এর দেশের মাটি তিনবিঘা করিডর বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে শহিদদের স্মরণ সন্মানের দিন৷ আজ কয়েকটি রাজনৈতিক দল এবং সাধারণ মানূষ তিনবিঘা আন্দোলনের শহিদ বেদীতে মাল্যদান করেন৷ একসময় ভারত এবং বাংলাদেশের মধ্য ঐতিহাসিক তিনবিঘা নিয়ে রাজ্য এবং আন্তজার্তীক এক উত্তপ্ত পরিস্থিতি চলছিল, রাজ্যে ক্ষমতায় থাকা বামফ্রন্ট সরকার এবং বিরোধী রাজনৈতিক দলের মধ্যে তিন বিঘা বিষয় নিয়ে উত্তেজক পর্ব চলেছিল৷
১৯৮১ সালে ছয় জুন তিন বিঘা আন্দোলনের প্রথম শহিদ হন সুধীর রায়৷ এর পর ১৯৯২ সালে তিনবিঘা আন্দোলনে শহিদ হন আরও দুজন৷ বাংলাদেশের নাগরিকদের জন্য দিনের কিছুটা সময় তিনবিঘা করিডর খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ এই সময় বিভিন্ন রাজনৈতিক দল, গ্রাম বাসী এর চরম বিরোধিতা করেন, শুরু হয় আন্দোলন৷ সেই আন্দোলন করতে গিয়ে নিহত হন ক্ষিতেন অধিকারী, জিতেন রায় নামে দুই গ্রামবাসী ১৯৯২ সালে ২৬ জুন যেদিন বাংলাদেশের কাছে এই তিনবিঘা করিডর খুলে দেয়া হয় সেদিনই আন্দোলন করতে গিয়ে নিহত হন এই দুই গ্রামবাসী৷ আজ শহিদ দিবস, কুচবিহার জেলা জুড়ে আজ তারা সন্মান পান৷ তিনবিঘা আন্দোলনের তিন শহিদ আজ দেশের ভূখন্ডের রক্ষার দাবিতে শহিদ হয়েছেন৷ আজ তাদের প্রতি সন্মান জানান বিজেপি, এসইউসিআই, বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং ফরোয়ার্ড ব্লক দল৷ রাজনৈতিক দলের কর্মীরা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের মানূষ আসেন৷
ছবি: স্বপন রায় বীর (টী.এন.আই)