জলমগ্ন ধুপগুড়ি, প্রতিবাদে ফের সার্ক রোড অবরোধ
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ধুপগুড়ি, ২৫ই জুন, ২০১৮: টানা তিন রাত বৃষ্টিতে ধুপগুড়ি শহরের ১৫,১৬ নং ওয়ার্ডের পর এবার শহরের ৩ নং ওয়ার্ড লাগোয়া মাগুরমারী ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার একটি অংশ জলমগ্ন হয়ে পড়ল।আর তার জেরেই বিক্ষোভ দেখাতে ১৫, ১৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের মতোই এলাকা বাসীরা সার্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় সোমবার সকালে। এদিন সকালে সার্ক রোডের উপর উঠে আসে এলাকার ৫১ টি পরিবারের প্রায় ২০০ মানুষ। রাস্তা এবং এলাকার জলের কারনে স্কুল যেতেও সমস্যার মুখোমুখি পড়ছেন স্কুল পড়ুয়ারা। বারংবার দাবি জানিয়ে মেলেনি কোনো ফল এবং প্রতিবছরই এই প্রকার সমস্যার মুখোমুখি হতে হয় এই এলাকার মানুষকে বলে দাবি এলাকাবাসীরা। সকাল থেকে প্রায় ঘন্টা দুয়েক সার্ক রোড অবরোধের জেরে গয়েরকাটা গামী এবং ধুপগুড়ি গামী যানবাহন গুলিকে আটকে পড়তে হয়।নাকাল হতে হয় সাধারন যাত্রীরা।
খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। কিন্তু পুলিশি আশ্বাসে অবরোধ তুলতে নারাজ বলে সাফ জানিয়েদেয়। ধুপগুড়ির বিডিও এবং পুরসভার চেয়ারম্যানকে ঘটনাস্থলে আসার দাবি জানায় অবরোধকারীরা। খবর পেয়েও পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং এবং বিডিও দীপঙ্কর রায় ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এলাকাবাসী তথা অবরোধকারী শিউলি দাস এবং ভারতী রায়রা জানান, এলাকার রাস্তায় হাটুর উপরে জল।মানুষ জলবন্দী হয়ে পড়েছে। সবথেকে বেশি সমস্যা স্কুলের ছাত্র ছাত্রীদের। বাড়ি থেকে স্কুলের পোশাক হাতে করে নিয়ে এসে রাস্তায় পোশাক পালটে স্কুলে যেতে হয়। এই জলের কারনে তারাও স্কুলে যেতে পারছে না। রানী চৌধুরী নামে এক স্কুল পড়ুয়া জানান, জলের কারনে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। স্কুলে যাবার উপায় নেই কারন স্কুলের পোশাকও নষ্ট হয়ে যাচ্ছে।
ছবি: সুপ্রিয় বসাক (টী.এন.আই)