ফালাকাটা টাউন ক্লাবে ক্যারেটে গ্রেডেশন বেল্ট ও শংসাপত্র প্রদান অনুষ্ঠান
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ২৪ই জুন, ২০১৮: জেকেএস সোটোকান রিও ক্যারাটে – ডু অ্যাসোসিয়েশন নর্থবেঙ্গল ও ফালাকাটা ক্যারাটে অ্যাকাডেমির ব্যাবস্থাপনায় ফালাকাটা টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো বেল্ট ও শংসাপত্র প্রদান অনুষ্ঠান। গত মাসে ফালাকাটা ইনডোরে অনুষ্ঠিত হয়েছিল বেল্ট গ্রেডেশন পরীক্ষা।
সেই পরীক্ষায় সকল সফল শিক্ষার্থীকে রবিবার একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যদিয়ে দেওয়া হলো বেল্ট ও শংসাপত্র। অনুষ্ঠানে অবিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে একট সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। উপস্তিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী রণেশ তালুকদার প্রমহর। সেনসেই দেবাশীষ সিনহা বলেন, “ক্যারাটে শিখলে শরীর ও মনের এনার্জি বাড়ে, দেহের সকল অংশের ব্যায়াম হয় ও আত্মরক্ষার কৌশল শেখা হয়। সবারই এই প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি”।
ছবি: অরুনাংশু মৈত্র (টী.এন.আই)