বন দপ্তরের অভিযানে হাতির দাঁতের সঙ্গে ইঞ্জিনিয়র সহ গ্রেপ্তার ৪
শুভম ঘোষ (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, বেলাকোবা, ২৪ই জুন, ২০১৮: আজ বেলাকোবা রেঞ্জ অফিসার শ্রী সঞ্জয় দত্ত এক গোপন সূত্রে খবর পেয়ে এস.টি.এফ কে নিয়ে মূল্যবান ৪ কেজি হাতি দাঁত সহ ৪ জন আসামিকে গ্রেফতার করেন। সঞ্জয় বাবু ফের একবার ঝুঁকি নিয়ে আরও একটি সফল বন দপ্তরের অভিযান আজ সফল করলেন।
আজ যে ৪ জন কে ধরা হল তারা হলেন ধুপগুড়ি পশ্চিম মল্লিক পাড়ার বাসিন্দা সীতানাথ রায়, আসামের ধুবরি এলাকার বাসিন্দা বিষ্ণু রায়, ময়নাগুরি আনন্দনগরের বাসিন্দা সুনীল রায় ও মংলা রায়। সঞ্জয় দত্ত জানান এদের মধ্যে সীতানাথ একজন পেশাদার সিভিল ইঞ্জিনিয়র ও বটে। এরা সকলেই গ্রেপ্তার হয় গত রাতে ২৭ নম্বর থেকে। তিনি আরও জানান যে আসাম থেকে এই উদ্ধার করা হাতির দাঁত নেপালে নিয়ে যাচ্ছিল।
ছবি: সংবাদ চিত্র
Facebook Comments