রমজান শেষ হতেই ফের কংগ্রেস – তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চোপড়া
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, চোপড়া, ১৮ই জুন, ২০১৮: রমজান মাস শেষ হতে না হতেই ফের কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চোপড়া। এছাড়া নেতা কর্মীদের মারধর ও গ্রেপ্তারের প্রতিবাদে অতিরিক্ত পুলিশ সুপারের বদলির দাবীতে বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের। জানা গিয়েছে, এদিন চোপড়া ব্লকের ধনীরহাট এলাকায় ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে চার লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে ডেপুটেশন দিতে গেলে কংগ্রেসীদের উপর শাসকদল বোমাবাজি গুলি চালায় বলে অভিযোগ। খবর পেয়ে বিভিন্ন এলাকার কংগ্রেসিরাও ঘটনাস্থলে পৌঁছালে দুপক্ষের মধ্যে বোমা গুলির সংঘর্ষ শুরু হয়ে যায়। যদিও এদিনের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এদিকে তৃণমূলের অভিযোগ, সিপিএম কংগ্রেসীরা পঞ্চায়েতে তালা লাগলে তৃণমূলের লোকেরা তার প্রতিবাদ করতে গেলে সেসময় ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শাসকদলের নেতা ফজলুল হক ও হাসিবুল রহমান সহ ১১ জন নেতা কর্মীকে মারধর করে গ্রেপ্তার করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্তাদের সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি একাধিক লোককে আটক করা হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি টহল চলছে। চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় বলেন, পঞ্চায়েত ভোটের আগে কোনও প্রকল্প না দেখিয়েই শাসকদল চার লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে সেবিষয়ে আজকে ডেপুটেশন দিতে গেলে তৃণমূলীরা আমাদের উপর গুলি বোমা দিয়ে হামলা করে। চোপড়া পঞ্চায়েত সমিতির বিদায়ী সহকারী সভাপতি জাকির আবেদিন বলেন, সিপিএম কংগ্রেস মিলে পঞ্চায়েতে তালা লাগালে আমাদের।লোকেরা প্রতিবাদ করাতে অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এসে আমাদের নেতা কর্মীদের মারধর করে গ্রেপ্তার করেছে। এই মারধর ও গ্রেপ্তারের প্রতিবাদে প্রদীপ কুমার যাদবের বদলির দাবীতে বিক্ষোভ চলছে।
ছবিঃ প্রতিকি