ফালাকাটার জটেশ্বরে অনুষ্ঠিত হল নিঃসুল্ক প্রাণী চিকিৎসা শিবির
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ১৭ই জুন, ২০১৮: শ্রী সত্য সাই সেবা সংস্থা জটেশ্বর শাখা সমিতির উদ্যোগে ও ফালাকাটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় এক নিঃসুল্ক প্রাণী চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো ফালাকাটার জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যাঙকান্দির ডিপুপারার দলগাঁও ফরেষ্ট ময়দানে।
এদিনের প্রাণী চিকিৎসা শিবিরে ১২০ টি গরু ও ১০০ টি ছাগলকে ভ্যাকসিন করানো হয় ও এদের সংক্রান্ত সঠিক ভাবে পশু পালনের পরামর্শ প্রদান করা হয়। পশু পালনের উপর উৎসাহ প্রদানের লক্ষে সকল পশু পালকদের সঠিক পরামর্শ দেন আগত প্রতিনিধিরা। শ্রী সত্য সাই সেবা সংস্থা জটেশ্বর শাখা সমিতির আহবায়ক শ্রী শংকর ঝা বলেন, “আমদের সংস্থা সর্বদা সমাজের কল্যাণের জন্য কাজ করে চলেছে। আগামী দিনে আমাদের আর অনেক জন কল্যাণমূলক পরিকল্পনা গৃহীত হয়েছে”।
ছবি: অরুনাংশু মৈত্র (শিলিগুড়ি)