বসুন্ধারা, লহরী ও ইয়ং ইন্ডিয়ান্স এর বসে লেখো প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ পালিত হল
অভিজিত দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ৫ই জুন, ২০১৮: শিলিগুড়ির সাংস্কৃতিক সংস্থা লহরী (উত্তরবঙ্গের প্রথম সাহিত্য পোর্টাল খ্যাত), বসুন্ধরা ও সি.আই.আই ইয়ং ইন্ডিয়ান্স এর যৌথ উদ্যোগে আজ শিলিগুড়ির দাগাপুর স্থিত বসুন্ধরা প্রাঙ্গনে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। অনুষ্ঠানে যেমন ছিল কবিতা পাঠ, নাটক, তেমনি ছিল এলাকার শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির চেষ্টা, ও তাদের মধ্যে বৃক্ষ বিতরণ।
এবারের অনুষ্ঠানের এক বিশেষ অঙ্গ ছিল ‘বসে লেখো প্রতিযোগিতা’। শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিযোগীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শিশুদের বিভাগে লেখা প্রতিযোগিতায় জয়ী হয় শ্রেয়সী দাস এবং বড়দের বিভাগে জয়ী হয় শ্রী অনুপম বাগচী। ‘লহরীর’ মুখ্য সম্পাদিকা শ্রীমতী রিয়া দাস জানিয়েছেন, “লহরীর এই সামান্য উদ্যোগে যেভাবে শহরের বিশিষ্ট নাগরিক তথা পরিবেশবিধ শ্রী সুজিত রাহা মহাশয় ও সি.আই.আই ইয়ং ইন্ডিয়ান্স কে পাশে পেয়েছি তা সত্যিই প্রশংসনীয়। সকল কে সঙ্গে পেলে এমন অনুষ্ঠান প্রতি বছরই করার ইচ্ছা রাখছি”।
ছবিঃ তন্ময় সাহা(সি.আই.আই ইয়ং ইন্ডিয়ান্স)