মালবাজারে বিদ্যুৎ পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, মালবাজার, ২৮শে মে, ২০১৮: বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক যুবকের। ১১০০০ ভোল্ট বিদ্যুৎবাহী তারে পিষ্ট হয়ে ঘটনাটি ঘটে সোমবার সকালে মাল ব্লকের তুরিবাড়ি বস্তীতে।মৃত যুবকের নাম গঙ্গা ছেত্রী (৩০)। মৃতের বাড়ি তুরিবাড়ির খয়ের বস্তীতে। সকালেও গাড়িটিকে পরিস্কার করার জন্য পাশের লেইতি নদীতে নিয়ে যায়। লেইতি নদীর উপর দিয়ে বয়ে গেছে ১১০০০ ভোল্টের বিদ্যুৎবাহী তার। গঙ্গা খেয়াল করেনি যে গাড়ি লোহার উচু ডালা বিদ্যুৎবাহী তারের সঙ্গে লেগে গেছে। যতক্ষণ ও গাড়িতে ছিল কিছু হয় নি। মাটিতে নামার সাথে সাথে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এলাকার বাসিন্দা রাজু ছেত্রীর জানিয়েছেন, গঙ্গা ছেত্রী তুড়িবাড়ির একটি ক্যাসারের (পাথর ভাঙ্গার ফ্যাক্টারী) গাড়ির (টিপার গাড়ি) খালাসি হিসেবে কাজ করত। সোমববার সকালে গঙ্গা ছেত্রী ওই টিপার গাড়ি নিয়ে পাসেই লেইতি নদীতে গিয়েছিল গাড়ি ধোয়ার জন্য। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)