অযাচিতদের হানা এবং ক্রীড়া ময়দান সংস্কারের অভাব বাধা ধুপগুড়ী ক্রীড়াপ্রেমীদের
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ধুপগুড়ী, ২৮শে মে, ২০১৮: অযাচিতদের ময়দানে হানা এবং ক্রীড়া ময়দান সংস্কারের অভাব বাধা হয়ে দাড়িয়েছে ধুপগুড়ির ক্রীড়া প্রেমীদের। ধুপগুড়ী শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ধুপগুড়ি পুরফুটবল ময়দানের বেহাল অবস্থা ধুপগুড়ী ক্রীড়া প্রেমীদের খেলাধুলার বাধা হয়ে দাড়িয়েছে। ময়দানের ভেতরে গবাদি পশু আনাগোনা, নিকাশির বেহাল দশা, স্থায়ী শৌচাগারের অভাব এবং রাতের অন্ধকারে অসামাজিক কার্যকলাপ মাঠের পরিবেশকে নষ্ট করছে। এই নিয়ে পুরসভার যথাযথ ব্যবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রীড়া প্রেমীরা। সোমবার ধুপগুড়ী পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে একটি লিখিত আকারে স্বারকলিপি দিলেন ধুপগুড়ী মর্নিং ফুটবল ক্লাব। বিভিন্ন প্রকার অব্যবস্থার কথা উল্লেখ করে এদিন তারা সমস্যার সমাধান চেয়ে দাবি রাখে। ধুপগুড়ী পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং তাদের দাবিতে আমল দিয়ে যথাযথ ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)