মেখলীগঞ্জে ছাড়া পেল হত্যার চেষ্টার অভিযোগে ধৃত প্রাক্তন তৃনমূল ব্লক প্রেসিডেন্ট
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, মেখলীগঞ্জ, ১৫ই মে, ২০১৮: জামিন পেলেন মেখলীগঞ্জ ব্লকের প্রাক্তন তৃনমূল ব্লক প্রেসিডেন্ট শ্রী তপন দাম। উল্লেখ্য তার বিরুদ্ধে গত কালিপুজায় বর্তমান মেখলীগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের তৃনমূল কংগ্রেস নেতা শ্রী লক্ষ্মীকান্ত সরকারের ওপর চাকু মারার অভিযোগ ওঠে। ফলে তাকে গ্রেপ্তার করে মেখলীগঞ্জ থানার পুলিশ। এতদিন জেলে থাকার পর আজ জামিন পেলেন তিনি। ছাড়া পাওয়ার পরে শ্রী তপন দাম জানান – তিনি জেলে বসেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে, আগে তিনি যে ভাবে তৃণমূল কংগ্রেসে ছিলেন, এবার থেকে তিনি সেভাবেই থাকতে চান। তিনি এও জানান যে – গত কালিপূজায় একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আর এতেই সব ঘটনা ঘটে। তিনি কালিপূজা কমিটির কাছে ক্ষমাও চেয়ে নেন, এবং নতুন ভাবে দলে ফিরবেন বলে জানান৷ উল্লেখ্য, যে গত কালিপূজায় চাকু মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় জেলা এবং রাজ্য জুড়ে। প্রকাশ্যে বেরিয়ে আসে তৃণমূল কংগ্রেসের উত্তপ্ত গোষ্ঠী কোন্দল। গোষ্ঠী কোন্দলের জেরেই ঘটে ছুরিকাঘাত এবং বন্দুক চালানোর ঘটনা। পরবর্তীতে অভিযুক্ত তপন দাম জেলে যান। আজ তার জামিন হলো। জেল থেকে বেড়িয়ে তিনি সোজা সাংবাদিকদের মুখমুখী হন৷ এতেই পঞ্চায়েত ভোটের পর্বে জামিন পেয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)