উদ্যান থেকে পলাতক হরিণ উদ্ধার মাথাভাঙ্গার লোকালয় থেকে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, মাথাভাঙ্গা, ১লা মে, ২০১৮: কুচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকের মাঝিরবাড়ি এলাকায় গ্রামবাসীরা একটি হরিণ দেখতে পায়, হরিণ দেখে গ্রামবাসীরা হরিণকে হাতে ধরার জন্য মরিয়া চেষ্টা করে। পরে পুলিশ, এবং বনদপ্তর ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে। উদ্ধার করা হরিণটিকে মেখলীগঞ্জ বনদপ্তরের জামালদহ বন বিভাগের আধিকারিকেরা নিয়ে আসেন৷ প্রাথমিক ভাবে হরিণটি কিছুটা আহত ও অসুস্থ হওয়ায় চিকিৎসা করে জামালদহ বন আধিকারিকরা হরিণটিকে স্থানীয় একটি সংরক্ষিত উদ্যানে রাখেন৷ জামালদহের ওই উদ্যানে আগের থেকেই কিছূ হরিণ ছিল। সেখান থেকেই এই হরিণটা পালিয়ে গিয়েছিল বলে দাবি করেন উদ্যান কর্তৃপক্ষে৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)
Facebook Comments