ফালাকাটায় প্রথম কোন বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্যে ক্যারাটে প্রশিক্ষণ শুরু হলে
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২৭শে এপ্রিল, ২০১৮: ফালাকাটার অবনী পাঠ ভবনে শুরু হলো ক্যারাটে প্রশিক্ষণ। এখন থেকে প্রতি সপ্তাহে নিয়ম করে অবনী পাঠ ভবনের সকল ছাত্রছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ ক্লাস চলবে। বিশিষ্ঠ ক্যারাটে প্রশিক্ষক শ্রী দেবাশীষ সিনহার তত্বাবধানে শুরু হলো এই ক্যারাটে প্রশিক্ষণ। শিশুদের সুস্বাস্থ্য, নীরোগ জীবন ও আত্মরক্ষার উদ্যেশ্যে ফালাকাটার অবনী পাঠ ভবনে অন্যেন্য ক্লাসের মতোই চলবে ক্যারাটে প্রশিক্ষণের ক্লাস। ফালাকাটা তথা এই অঞ্চলের এই প্রথম কোন বেসরকারি বিদ্যালয়ে শুরু হলো ক্যারাটে প্রশিক্ষণ ক্লাস। অবনী পাঠ ভবন পরিচালন কমিটির সভাপতি শ্রীমতি পারুল মৈত্র বলেন, ক্যারাটে হলো মার্শাল আর্ট, এটি চর্চা করলে একদিকে যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকে, এর ফলে দেহের সমস্ত অঙ্গের ব্যয়াম হয়, এর ফলে শরীর মনে এনার্জি বারে, স্মৃতি শক্তি বৃদ্ধি পায়। অপর দিকে আত্মরক্ষা করতে সক্ষম হয়ে ওঠে। এখন চারদিকে যা শুনছি, খবরের কাগজ খুললে খবরের চ্যনেল খুললেই দেখা যায় কিছু অসভ্য বর্বররা, শিশুদের উপর বিভন্ন ভাবে নির্যাতন চালায়। ক্যারাটে, জুডো, বক্সিং প্রভৃতি এধরনের প্রশিক্ষণ জানা ও শেখা থাকলে প্রাথমিক অবস্থায় তারা নিজেদের কে সুরক্ষিত রাখতে পারবে ও সহ পাঠি বন্ধুবান্ধব দেরও সুরক্ষা দিতে পারবে। এই উদ্যেশ্যেই আমাদের অবনী পাঠ ভবন বিদ্যালয়ে লেখাপড়ার সাথে ক্যারাটে প্রশিণ ক্লাস শুরু করেছি। আশা করি আগামীতে আমাদের অনুসরণ করে অন্যান বিদ্যালয়েও এধরনের ক্লাস শুরু করবে ছাত্র ছাত্রীদের সার্থে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)