ময়নাগুরিতে বিরোধী মনোনয়ন প্রত্যাহারের হিড়িক, তৃনমূলের বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেতার আশা
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৬শে এপ্রিল, ২০১৮: মনোনয়ন পত্রের প্রথম দিনে ময়নাগুরি ব্লকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লক্ষ করা গেলো। এই দিন ময়নাগুরি ব্লকের বিভিন্ন দলের ১১জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। অপর দিকে এদিন ময়নাগুরি ব্লকের ১নং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ময়নাগুরি বিধায়ক অনন্ত অধিকারি, ময়নাগুরি পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বোস সহ দলীয় নেতৃত্বরা তাদের দলীয় প্রতীক ব্লক অফিস কার্যালয়ে জমা দেন। সেই সাথে ময়নাগুরি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও তারা তাদের দলীয় প্রতীক ব্লক অফিসে জমা দেন। ময়নাগুরি তৃণমূল নেতা মনোজ রায় বলেন আমরা ময়নাগুরি ব্লকে চারটি সিট বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতে গেছি। ময়নাগুরি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী শ্রেয়সী ঘোষ বলেন আগে ৫টি মনোনয়ন পত্র প্রত্যাহার হয়েছিলো আর আজকে প্রথম দিনে ১১টি মনোনয়ন পত্র প্রত্যাহার হয়েছে। এই নিয়ে মোট ১৬টি মনোনয়ন পত্র প্রত্যাহার হলো।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)