এবার সমতলে পঞ্চায়েতে তৃণমূলকে সর্মথন ঘোষণা জিএনএলএফ এর
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মালবাজার ২৬শে এপ্রিল, ২০১৮: পাহাড়ের পর এবার সমতলে পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় তৃনমূল কংগ্রেসকে সমর্থন করবে এক সময়ের পাহাড়ের শাসক জিএনএলএফ। নির্বাচনে শুধু সমর্থন নয়, যৌথভাবে প্রচারেও অংশ নেবে জিএনএলএফ কর্মীরা। সমতলের যে সমস্ত জায়গায় যেখানে যেখানে কর্মীরা আছেন তারা তৃণমুলের পাশে থাকবে। বৃহস্পতিবার মালবাজার শহরে সাংবাদিক সন্মেলন করে একথাই জানালেন প্রয়াত জিএনএলএফ সুপ্রিমো সুবাস ঘিসিং পুত্র তথা বর্তমান জিএনএলএফ সভাপতি মন ঘিসিং। এদিন বিকেল ৪টা নাগাদ মন ঘিসিং মালবাজারে এই সাংবাদিক সন্মেলন করেন।তার সঙ্গে ছিলেন জিএনএলএফ সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী। মালবাজারে শহরে এই সন্মেলনে ছিলেন জলপাইগুড়ি জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলার তৃনমূল কংগ্রেস সভাপতি মোহন শর্মা। এছাড়াও মালবাজারের বিধায়ক বুলু চিকবরাইক, মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা। সৌরভ চক্রবর্তী ও মোহন শর্মাকে পাশে রেখে মন ঘিসিং এবং মহেন্দ্র ছেত্রী বলেন, আমারা এর আগেও তৃনমূল কংগ্রেসের সাথে একত্রে সমঝোতা করে পুরসভা নির্বাচনে লড়াই করেছি। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি ডুয়ার্সে আমরা তৃনমূলকে সমর্থন করব। যেখানে আমাদের সংগঠন আছে সেখানে আমরা তৃনমূলকে সমর্থন দেব। প্রয়োজনে যৌথ প্রচারে অংশ নেব। সৌরভ চক্রবর্তী এদিন বলেন, আমরা সুভাস ঘিসিংকে আমরা শ্রদ্ধা করতাম।এরআগে পুরনির্বাচনে একত্রে আমরা জিএনএলএফ এর সঙ্গে কাজ করেছি। জিএনএলএফ আমাদের সমর্থন করার সিদ্ধান্তকে স্বাগত জানাই। ওনাকে নিয়ে ডুয়ার্সে আমরা যৌথ প্রচার করব।ওনার উপস্থিতি প্রচারে আলাদা মাত্রা পাবে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)