চালসা ও মুর্তি চা বাগানে উপস্থিত দুই বাইসন, দিনভর আতঙ্ক
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই লাটাগুরি ২৫শে এপ্রিল, ২০১৮: দুই চা বাগানে দুই বাইসনের উপস্থিতিতে দিনভর আতঙ্ক ছড়াল বাগানবাসীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চাপড়ামারী জঙ্গল লাগোয়া চালসা ও মুর্তি চা বাগান এলাকায়। জানা গিয়েছে এদিন সকালে চাপরামারী জঙ্গল থেকে দুটি পূর্ণবয়স্ক বাইসন মূর্তি নদী পেরিয়ে ঢুকে পড়ে চালসা ও মূর্তি চা বাগানে।বাইসন গুলোকে দেখে আতঙ্কে এলাকাবাসীরা খবর দেয় মেটেলি থানার পুলিশ ও বনদপ্তর কে। পুলিশ ও বনকর্মীরা আসে বাগানে।জানা যায়, চালসা চা বাগানের পাক্কা লাইনের ১৯ নাম্বার সেকশনে আটকে পড়ে একটি বাইসন। বাগানের ওই সেকশনে তারের সীমানার পাশে দীর্ঘক্ষণ বাইসন আশ্রয় নেয়। পরে ওই বাইসন টির মৃত্যু হয়। বনকর্মীরা মৃত বাইসনটিকে গাড়িতে করে পানঝরা বিট অফিসে নিয়ে যাওয়া হয়। অপর দিকে আরেকটি বাইসন আশ্রয় নেয় মূর্তি চা বাগানে। সেখানে সামসিং যাওয়ার রাস্তার পাশে বাগানের মধ্যে আশ্রয় নেয়। পুলিশ ও বনকর্মীরা বাইসনটির ওপরে নজর রেখেছে। চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, খাদ্যের খোঁজেই বাইসন গুলো লোকালয়ে চলে আসছে। চালসা বাগানের বাইসন টি অধিক ছোটাছুটি ও বাগানের কাঁটা ঘেরার দ্বারা আহত হয়। তার জন্যই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলে বনদফতর সুত্রে জানানো হয়েছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)