মেখলীগঞ্জে পরিবারিক অশান্তির জেরে আত্মঘাতী স্বামী
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৩শে এপ্রিল, ২০১৮: আর্থিক অভাবের জেরে লাগাতার স্বামী ও স্ত্রীর দুজনের মধ্যেই পরিবারিক গন্ডগোল লাগত, যার জেরেই কয়েক দিন ধরে দুজনেই আলাদা ঘরে থাকত বলে জানা যায়৷ সূত্রের খবর লাগাতার মদ্যপান করত স্বামী, এর ফলেই উভয়ের মধ্যেই সমস্যা আরও জোরালো হয়৷ আজ সকাল সকাল পুলিশ উদ্ধার করে এক ঝুলন্ত দেহ৷ কুচবিহার জেলার মেখলীগঞ্জ ব্লকের জামালদহের ঘটনা, শোকের ছায়া পরিবারে৷ আত্মঘাতী যুবকের নাম মনোজ চক্রবর্তী (৩০), পিতার নাম শ্রী বাবলা চক্রব্রতী, এবং স্ত্রীর নাম শ্রীমতী অনুশ্রী চক্রব্রতী। তাদের দুই বছরের পুত্র সন্তান আছে৷
পরিবার সূত্রে জানা গেছে -মনোজ আর অনুশ্রী ভালবেসে বিয়ে করেন। তিন বছর আগে বিয়ে হয় তাদের। পেশায় গাড়ি চালক মনোজ, একাধিক মালিকের গাড়ি চালিয়ে সংসারের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে, এবং স্ত্রীর সাথে প্রায়ই ঝামেলায় জড়িয়ে পরতেন মনোজ৷ ঘটনায় মনোজের স্ত্রী জানান – “তেমন কোন বিষয় ছিল না, শুধূ মদ্যপান করেই প্রতি রাতেই আসত”, কেন আত্মঘহত্যা করলো তা তিনি জানেন না৷ পরিবার সূত্রে জানা যায় – কয়েক দিন ধরেই আলাদা ঘরে থাকছে মনোজ। স্ত্রীর সাথে সম্পর্ক বিছিন্ন হওয়ার দিকে এগোচ্ছিল। এও জানা যায় – কয়েক দিন ধরে টাকা পয়সার সমস্যা সহ পারিবারিক অশান্তি নিয়ে চুপচাপ ছিল মনোজ। কাউকে কিছূ বলত না৷ অন্যদিকে, এলাকাবাসীরা জানান – “ভালো ছেলে ছিল মনোজ, হঠাৎ এমন হলো কি করে তারা বুজতে পারছে না। তবে মনোজ যে আর্থিক সমস্যার ভুগছে তা অনেকই জানত৷ পুরো ঘটনার তদন্তে নেমেছেন মেখলীগঞ্জ থানার পুলিশ৷
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)