চাকুলিয়ায় গণধর্ষণকারী ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গন মিছিল
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই চাকুলিয়া ১৯ই এপ্রিল, ২০১৮: আসিফার গণধর্ষণকারী ও খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার চাকুলিয়ায় ছাত্র ছাত্রী ও বুদ্ধিজীবীদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। চাকুলিয়া এলাকার হাজার হাজার ছাত্র ছাত্রী এবং বুদ্ধিজীবীরা মুখে কালো কাপড় দিয়ে এই মিছিলে পা মেলান। এদিনের মিছিল শুরু হয় শিরসি সিনিয়র মাদ্রাসার ফুটবল মাঠ থেকে এবং শেষ হয় চাকুলিয়া বাসস্ট্যান্ডে। প্রতিবন্ধী পড়ুয়া বাসারাতে রমজান এদিনের মিছিলের সামনে থেকে প্রতিবাদ জানান। বিভিন্ন দাবী সম্বলীত ব্যানার পোষ্টার হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন ছাত্রছাত্রী এবং বুদ্ধিজীবীরা। মিছিলে মুহুর্মুহ স্লোগানে দাবী ওঠে, আসিফার ধর্ষণকারী ও খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। দেশের অভ্যন্তরে ঘটিত সমস্ত ধর্ষণকারী ও খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। আসিফার পরিবার সুবিচার না পেলে লাগাতার আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাসারাতে রামাজান, আনোয়ারুল হক, নাহীদ, সামীম, জামিল, রফিকরা। বাসারাতে আরো বলেন, যুব সমাজই পারে সমাজের অন্যায় অত্যাচার ও ব্যাভিচারকে প্রতিহত করতে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)