বেনজির ভাবে অভুক্ত থেকে গেল পুরীর শ্রী শ্রী জগন্নাথ দেব
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই পুরী ১৭ই এপ্রিল, ২০১৮: আজ এক বেনজির ঘটনার সাক্ষী থাকল পুরির ঐতিহ্যপূর্ণ শ্রী শ্রী জগন্নাথ মন্দির। উড়িষ্যা তথা পুরীর খ্যাতনামা মন্দিরে কিনা শ্রী শ্রী জগন্নাথ দেব থেকে গেল অভুক্ত। সারা বিশ্বে ছড়িয়ে আছে তাঁর অগণিত ভক্ত৷ আর সেই জগন্নাথ দেবের গোটা দুইদিন অভুক্ত থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা উড়িষ্যায় এমনকি এর জের দেখা গেল উড়িষ্যা বিধান সভায়ও। উড়িষ্যা বিধান সভার স্পিকার শ্রী প্রদীপ অমত কে এই ঘটনার যেরে বিধান সভা কে স্থগিত রাখতে হয়। জগন্নাথ দেব সোমবার সন্ধে থেকে মঙ্গলবার সন্ধে পর্যন্ত না খেয়ে রইলেন৷ আজ সারাদিন কোন ভোগ তৈরি হয়নি জগন্নাথ দেবের মন্দিরে। এমনকি পুজাও হয়নি শ্রী শ্রী জগ্ননাথের। প্রচুর ভোগ তৈরির সামগ্রী নষ্ট হয়ে গেল। মন্দিরের নিয়ম অনুযায়ী সেই সব মাটির নিচে পুতে দেওয়া হয়। ফিরে যেতে হল দূর দুরান্ত থেকে আসা বহু ভক্তদের। খবরের প্রকাশ সোমবার সকালে পালিয়া সেবাইত শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজার জন্যে হাজির না হওয়াতে এই সমস্যার সুত্রপাত। ভুবনেশ্বর হাই কোর্টের নির্দেশ মত যে সেবাইত পূজা করে আসছে শুধু মাত্র গর্ভ গ্রুহতে তারই প্রবেশ হবে বলেই রায় দেয়। এই কারনে সেই সেবাইত না আসায় কোন বিকল্প পথ পায়নি পুরী ডিসট্রিক্ট কালেক্টার বা মন্দির ট্রাস্ট। এর যেরে মন্দিরের ‘শুহর’ ও ‘মহা শুহর’ গোষ্ঠী, যারা শ্রী শ্রী জগন্নাথের প্রতিদিনের মহাভোগ প্রদান করে, আজ তারাও ধরনায় সামিল হয় মন্দির প্রাঙ্গণে। যদিও মন্দিরের চিফ অ্যাডমিনিসট্রেটর শ্রী পি.কে. জেনা যদিও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায় কিন্তু তা সম্ভব হয়নি। বিরোধীরা এই অচলাবস্থার জন্যে মন্দির কমিটির দিকেই আঙ্গুল তুলেছে।
ছবিঃ সংবাদ চিত্র