হাফটিয়াগছে ভোটের মূল ইস্যু হল নিয়মিত সরকারী বাস পরিষেবা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৭ই এপ্রিল, ২০১৮: এলাকার বিধায়ক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সদস্য হলেও সরকারি বাস পরিষেবা নিয়ে বঞ্চনা পঞ্চায়েত ভোটে চোপড়ায় অন্যতম ইস্যু। এই ইস্যুতে হতাশার পাশাপাশি আশাবাদী স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। শীঘ্রই চোপড়া ব্লকের প্রত্যন্ত এলাকাকে শহরের সাথে সরকারী বাস পরিষেবায় যুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক। প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভারত বাংলা সীমান্ত এলাকায় অবস্থিত হাফটিয়াগছ গ্রাম পঞ্চায়েত। এই হাফটিয়াগছ থেকে ভাইসপিটা, কালাগছ হয়ে ইসলামপুর বা সোনাপুর হয়ে শিলিগুড়ি যাবার কোনও সরকারি বাস পরিষেবা নেই। দীর্ঘ সাত বছর আগে এনবিএসটিসি এর একটি বাস হাফটিয়াগছ থেকে ভাইসপিটা, কালাগছ হয়ে ইসলামপুর ৩৪ কিলোমিটার দূরত্বের সড়কে চললেও তা বর্তমানে বন্ধ। হাফটিয়াগছ থেকে প্রতিদিন সহস্রাধিক মানুষ ইসলামপুর, চোপড়া ও শিলিগুড়ি যাতায়াত করেন। যোগাযোগের মাধ্যম শুধুমাত্র একটি বেসরকারি বাস যা অনিশ্চয়তা নইলে বিপজ্জনক ট্রেকার যাত্রা। হাফটিয়াগছ এলাকার পাঁচ শতাধিক পড়ুয়া চোপড়া ও সোনাপুরের হাই স্কুলে পড়তে যায়। মুমুর্ষ রোগীর ক্ষেত্রে হাজার টাকায় গাড়ি ভাড়া করা ছাড়া উপায় নেই। গরিবের ক্ষেত্রে মৃত্যুর অপেক্ষা বা স্থানীয়ভাবে চিকিৎসাই শেষ কথা। বর্তমানে হাফটিয়াগছ থেকে সোনাপুর হয়ে শিলিগুড়ি রুটের বাসের দাবিও রয়েছে বাসিন্দাদের। স্থানীয় তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সদস্য হামিদুল রহমান এই রুটের সরকারি বাসের জন্য চিঠি দিয়েও জানিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব আজও বাস্তবায়িত হয়নি। তবে ইতিমধ্যেই বিধায়কের দাবি মেনে চোপড়া ব্লকের দাসপাড়া গুয়াবাড়ি হয়ে ইসলামপুর রুটে বাস চলাচল শুরু হয়েছে। প্রস্তাবিত দেবীঝরা থেকে ইসলামপুর রুটে নির্বাচনের পর বাস চলাচল করবে। এই বাস পরিসেবাকে ইস্যু করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রচারে সুর ছড়িয়েছে। কিন্তু বিধায়কের দাবি মেনে নির্বাচনের পর কি হাফটিয়াগছ এলাকাবাসীর দাবি পূরণ হবে? চোপড়ার বিধায়ক তৃণমূলের হামিদুল রহমান বলেন, গত ৩০ বছরে চোপড়া এলাকাকে ইসলামপুর ও শিলিগুড়ির সাথে সরকারি বাস পরিসেবায় বঞ্চিত করে রাখা হয়েছিল। গত পাঁচ বছরে রাস্তা ঘাট সংস্কারের পাশাপাশি সরকারি বাস পরিষেবার দাবি জানিয়ে আসছি। কিছু বাস দিয়েছে, কিছু পঞ্চায়েত ভোটের পর দেবে। হাফটিয়াগছের বিষয়ে নিগমকে জানানো আছে। আশাকরি শীঘ্রই হাফটিয়াগছ এলাকা থেকে সরকারি বাস পরিষেবা চালু হবে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)